বাবুগঞ্জ ও উজিরপুর প্রতিনিধি ॥ বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় বেদে ও জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য প্রতিষ্ঠিত ভাসমান স্কুল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিব্লেট। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাবুগঞ্জের মীরগঞ্জ আড়িয়াল খাঁ নদে অবস্থিত নৌকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের শিশুদের শিাদানের জন্য প্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী বোট-বেইজড ভাসমান স্কুল পরিদর্শন করেন। এ সময় শিশুরা হাই কমিশনারকে জাতীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শোনায়। অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিব্লেট সমাজের সুবিধাবঞ্চিত এই শিশু শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন। পরে হাই কমিশনার বেসরকারি সংস্থা ভোসড কর্তৃক বাস্তবায়িত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের সহযোগিতায় পরিচালিত স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে হাই কমিশনার জুলিয়া নিব্লেট বলেন, সমাজের সুবিধাবঞ্চিত এ শিক্ষার্থীরা শিক্ষার প্রাথমিক ধাপ অতিক্রম করে ভবিষ্যতে সমাজ উন্নয়নে ও অর্থনৈতিকভাবে বিশেষ অবদান রাখতে পারবে। তিনি বলেন, ‘‘ভাসমান সম্প্রদায়ের শিশুদের জন্য এমন উদ্যোগে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। এদেশের বেদে ও জেলে পরিবারের হতদরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাশে থাকবে অস্ট্রেলিয়া সরকার।” তিনি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার, বেসরকারি সংস্থা ভোসড এর নির্বাহী পরিচালক রবীন্দ্রনাথ বড়–য়া প্রমুখ। বেলা ১২টায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে ভোসড এর প্রধান কার্যালয়ে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বেদে ও জেলে পরিবারের শিশুদের জন্য শিক্ষা প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ভোসড এনজিও’র ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান কবির। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার প্রমুখ। এ সময় ভোসড এর শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে গাছের চারা রোপণ করেন হাইকমিশনার জুলিয়া নিব্লেট।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত