ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি, রাজাপুর ও কাঠালিয়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার পাঁয়তারার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, যুবদলনেতা জাহিদ হোসেন ও ইয়াসিন আরাফাত মিঠুকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি। রাজাপুরে বিএনপি’র ৫ নেতা-কর্মী আটক: রাজাপুর প্রতিনিধি জানান, রাজাপুরে বিএনপি’র ৫ নেতা-কর্মীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বামনকাঠি গ্রামের মোঃ আলী আহম্মেদ তালুকদারের ছেলে মোঃ নাজমুল হুদা (চমন) তালুকদার (৩৫), কেওতা গ্রামের মৃত হাজী আঃ রব হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হায়দার (৭০), বড় কৈবর্তখালী গ্রামের মৃত আশ্রাব আলী সিকদারের ছেলে ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম চুন্নু (৫২), সাংগর গ্রামের মৃত নুরুল হক মৃধার ছেলে মোঃ আঃ করিম বাবুল মৃধা (৫০) ও চাড়াখালী গ্রামের মোঃ ইব্রাহীম ফরাজীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন ফরাজী। গতকাল রোববার দুপুরে আটককৃতদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
কাঁঠালিয়া উপজেলা যুবদলের সভাপতিসহ গ্রেপ্তার:৪ কাঁঠালিয়া প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা যুবদলের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সরকারের ভাবমূর্তি নষ্ট করাসহ ধ্বংসাত্মক অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি পরিকল্পনার অভিযোগে কাঁঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে শনিবার দিবাগত রাতে কাঁঠালিয়া উপজলা যুবদলের সভাপতি মোঃ কিশোর মাহমুদ (৩৮), পশ্চিম আউড়া গ্রামের উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন মুন্সি (৪২) উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪৩)কে আমুয়া গ্রাম থেকে ও ওয়ারেন্টভুক্ত গৌতম ধোপা (৩০)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে কাঁঠালিয়া থানা পুলিশ গতকাল রোববার সকালে ঝালকাঠি কোর্টে প্রেরণ করেছে।
‘সিসি ক্যামেরায় চকবাজারের আগুনের সেই মুহূর্ত (ভিডিও)’
: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ক্লোজড সার্কিড (সিসি) ক্যামেরায়......বিস্তারিত