অনলাইন সংরক্ষণ // সিনেমা, সংসার ও বাচ্চাকাচ্চা নিয়ে কথা বলবেন সানি লিওনি ও কারিনা কাপুর খান। ভক্তদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন বলিউডের এই দুই তারকা। শিগগির এক স্টুডিওর ভেতরে পাশাপাশি চেয়ারে বসতে যাচ্ছেন তাঁরা।
জানা গেছে, একটি রেডিও অনুষ্ঠান করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। সেখানেই তাঁর প্রথম অতিথি হিসেবে নির্বাচিত হয়েছেন সানি লিওনি। আলাপনের এই অনুষ্ঠানের রেকর্ডিং হবে মুম্বাইয়ে। হট সিট থেকে কথা বলতে শোনা যাবে কারিনাকে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল, কে হবেন কারিনার অনুষ্ঠানের প্রথম অতিথি। কারিনা কাপুর খানের অনুষ্ঠান বলে কথা, অতিথিকেও হতে হবে এমন কেউ, যাকে নিয়ে মানুষের আগ্রহ প্রবল। শেষমেশ ঠিক হলো ভাগ্যবতীর নাম, সানি লিওনি।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত