কাঁঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ঘোষের হাট আনন্দ বাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে হামলায় নারী ও স্কুল ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন। জানা গেছে, আনন্দ বাজারে ক্যারাম খেলার সময় ১টি ঘুটি হারিয়ে যায়। পরে হারিয়ে যাওয়া ঘুটিকে কেন্দ্র করে দর্শক আকাশের সাথে তর্কবির্তকের এক পর্যায় হামলার ঘটনা ঘটে। এতে ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিার্থী সজিব সিকদার (১৪), মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিার্থী হৃদয় (১৪) ও সজিবের মা মোসাঃ তাছলিমা বেগম (৪৫)কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে আকাশ। আহতদেরকে দুপুরেই আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে মামলা থেকে বাঁচতে প্রবাসী শাকিলের পুত্র আকাশ মাথা ব্লেড দিয়ে কেটে আমুয়া হাসপাতালে ভর্তি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। উল্লেখ্য, আকাশ ও তার মা আনন্দ বাজার এলাকায় আকাশের নানা হারুন আকনের বাড়িতে গত ৩ বছর যাবত বসবাস করছেন।
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত