অনলাইন সংরক্ষণ /// ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন সিজি স্টেশানের অধীস্থ লক্ষীপুর ও সিজি আউটপোস্ট লক্ষীপুর জেলার রামগতি থানাধীন আলেকজেন্ডার বাজার এলাকায় অবিযান চালিয়ে ২৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা করেন।
গতকাল বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন সিজি স্টেশান।
পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক বাজার ৮,৭৫,০০,০০০(আট কোটি পঁচাত্তর লাখ টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন সিজি স্টেশানের অধীস্থ লক্ষীপুর ও সিজি আউটপোস্ট লক্ষীপুর জেলার রামগতি থানাধীন আলেকজেন্ডার বাজার এলাকায় অবিযান চালিয়ে ২৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার মূল্য প্রায় ৮কোটি ৭৫লাক্ষ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত