স্টাফ রিপোর্টার ॥ বাকেরগঞ্জের নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাদীকে ম্যানেজিং কমিটির সদস্য না করায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১৮ জনকে বিবাদী করে মামলা করা হয়েছে। গতকাল বরিশালের ৩য় যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন বাকেরগঞ্জের নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্থায়ী দাতাসদস্য মো: জয়নাল আবেদীন মল্লিক। অ্যাড. আজাদ রহমান জানান, যাদেরকে বিবাদী করে মামলা করা হয়েছে তারা হচ্ছেন- নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: নজরুল ইসলাম চান মিয়া, স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদক, অভিভাবক সদস্য বাবুল চন্দ্র সাহা, ব্রজেশ্বর দেব নাথ, তাছলিমা বেগম, আ: খালেক বেপারী, শাহাজাহান ফরাজী, আলমগীর হোসেন মৃধা, নমিতা রানী সাহা, শিক্ষক প্রতিনিধি মাও: মো: আমনুল ইসলাম, মো: জালাল সিকদার, বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, বাকেরগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরিশালের জেলা শিক্ষা অফিসার, বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক, বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বিবাদীরা দেওয়ানী আদালতের রায় ডিক্রি উপেক্ষা করে ২০১৬ সনে বাদীকে ম্যানেজিং কমিটির সদস্য না করে ম্যানেজিং কমিটির নির্বাচন খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকায় বাদীর নাম স্থায়ী দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত না করে নির্বাচনের পাঁয়তারায় লিপ্ত থাকেন। ২০১৬ সনের ২৭ জুন লিগ্যাল নোটিশ প্রেরণ করা সত্ত্বেও বাদীর নাম অন্তর্ভুক্ত না করে নির্বাচন করেন। বর্তমানে ২০১৮ সনে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বাদীর নাম স্থায়ী দাতা সদস্যের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় অনুরোধ করেন। কিন্তু ২নং বিবাদী স্কুল কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষক বাদীকে ২০১৮ সনের ১৮ আগস্ট স্থায়ী দাতা সদস্যের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়ায় বাদী গতকাল আদালতে মামলা করেন।
‘বরিশালে ৬ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’
: স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগের ৬ হাজার ২১০টি সরকারি প্রাথমিক......বিস্তারিত