স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরী থেকে অপহৃত শিশু শিলাকে (৬) শরীয়তপুর থেকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার তাকে শরীয়তপুরের দাসের জঙ্গল গ্রাম থেকে উদ্ধার করা হয়। গত ৭ আগস্ট শিলাকে নগরীর বেলতলা চরআবদানী এলাকায় অবস্থিত তার মামার বাসা থেকে অপহরণ করা হয়। পরে কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অপহরণের শিকার শিলার স্বজনরা অভিযোগ করেন, গত ৭ আগস্ট ঢাকা থেকে লঞ্চযোগে মা পারভীন আক্তারের সাথে নগরীর মামার বাড়িতে বেড়াতে আসে শিলা। লঞ্চে বসে নূর ইসলাম নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয় পারভীনের। লঞ্চ বরিশাল নৌ বন্দরে আসার পর বাসায় যাওয়ার ভাড়া ছিল না পারভীনের কাছে। এ সুযোগে একটি অটোযোগে নূর ইসলাম তাদেরকে বেলতলা দিয়ে আসেন। বেলতলায় যাওয়ার পর নূর ইসলাম অটোর ভাড়া এবং লঞ্চে শিশুর জন্য যে খাবার কিনে দিয়েছিলেন সেই বাবদ টাকা চান। তার দাবিকৃত টাকা পরিশোধ করেন শিলার মামা। এর পরও নূর ইসলাম ওই বাসায় বসে থাকেন। কিছুক্ষণ পর শিলা তার শিশু সন্তানকে রেখে পার্শ্ববর্তী বাসায় গেলে নূর ইসলাম শিশুটিকে নিয়ে সটকে পড়েন। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই রাতে অভিযোগ পাওয়ার পর উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিকের নির্দেশে অপহরণকারী নূর ইসলামের মোবাইল নম্বর ট্র্যাকিং করে শরীয়তপুরে তার অবস্থানের বিষয়ে নিশ্চিত হন। ইতিমধ্যে নূর ইসলাম শিশুটির মাকে মোবাইল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে শিলাকে হত্যার হুমকি দেন তিনি। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নূর ইসলামের মামাশ্বশুর বাবুল মোল্লাকে আটক করা হয়। গত ৯ আগস্ট গোসাইরহাট থানা পুলিশের সহযোগিতায় দাসের জঙ্গল গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশু শিলাকে উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে অপহরণকারী নূর ইসলাম শিশুটিকে ফেলে পালিয়ে যান।
‘সিসি ক্যামেরায় চকবাজারের আগুনের সেই মুহূর্ত (ভিডিও)’
: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ক্লোজড সার্কিড (সিসি) ক্যামেরায়......বিস্তারিত