অনলাইন সংরক্ষণ // ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, রানাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্ত্তী, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল কাদের হোসেন, যুবলীগ নেতা মুজাম্মেল হক, ইউপি সদস্য আক্কাস সরদার ও বেল্লাল হোসেন।
চেয়ারম্যান কবির হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রানাপাশা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্ত্তী।
‘সিসি ক্যামেরায় চকবাজারের আগুনের সেই মুহূর্ত (ভিডিও)’
: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ক্লোজড সার্কিড (সিসি) ক্যামেরায়......বিস্তারিত