স্টাফ রিপোর্টার ॥ গোটা নগরীজুড়ে অস্থায়ী ময়লার ভাগাড়ের কারণে অতিষ্ঠ বরিশালবাসী। যত্রতত্র স্থাপিত এসব ভাগাড় পরিবেশ দূষণের পাশাপাশি নগরীরও সৌন্দর্য নষ্ট করছে। ভাগাড়গুলোর অধিকাংশই মূল রাস্তার পাশে হওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাসা-বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলার জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ডাস্টবিন স্থাপন করেছে। বিসিসি’র পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন বাসা-বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে এসব ডাস্টবিনে ফেলেন। পরে সেগুলো কাউনিয়ার ময়লাখোলায় নেয়া হয়। তথ্যমতে, প্রতিদিন প্রায় ১৪টন ময়লা নগরী থেকে অপসারণ করা হয়। কিন্তু স্বল্প পরিসরের ডাস্টবিনগুলো প্রায়ই উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে ময়লা আবর্জনা। এতে পথচারীদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি এলাকাবাসী দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন। কাউনিয়া আমানতগঞ্জ, নতুন বাজার, সদর রোড, বগুড়া রোড, কাব রোড, ইশ্বর বসু রোড, বটতলা, সার্কুলার রোড, চৌমাথা, বাংলা বাজার, ব্যাপ্টিস্ট মিশন রোড, চাঁদমারী, সাগরদীসহ নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটিতেই একই অবস্থা বিদ্যমান। নগরবাসী অস্থায়ী ময়লার ভাগাড়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত