এম বাপ্পি ॥ এ বছর রমজানে ৪টি গোয়েন্দা সংস্থা বাজার মনিটরিং এ মাঠে থাকবে বলে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি সূত্র। কারসাজি করে দাম বাড়ালে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয় সরকারের পক্ষ থেকে। এছাড়া গত ১ মে বরিশাল জেলা প্রশাসক দপ্তরে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্ক ফোর্সের মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। এর পরপরই বরিশালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। রমজান মাস শুরুর আগের দিন থেকে গতকাল ১৪ রমজান পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত নগরীসহ বরিশালের জেলা-উপজেলায় অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকার অধিক জরিমানা আদায় করেছেন। সূত্রমতে, রমজান মাস শুরুর আগের দিন গত ১৬ মে পচা-বাসি পণ্য বিক্রির দায়ে নগরীর ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পচা, বাসি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় নগরীর বগুড়া রোডস্থ সিফা বেকারির মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা, সি.এফ.সি মুসলিম সুইটসের ম্যানেজার আবু মুসাকে ১০ হাজার ও নিউ গৌরনদী মিষ্টান্ন ভা-ারের মালিক বিপুল চন্দ্র ঘোষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানের ১ম দিন বাজার মনিটরিং এর অংশ হিসেবে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর পোর্টরোড এলাকায় অভিযান চালিয়ে পলিথিনের প্যাকেটে খাদ্যদ্রব্য রাখার দায়ে এক মুদি দোকান থেকে ৫ হাজার টাকা, বিক্রির উদ্দেশ্যে বাসি মাংস ফ্রিজে সংরণ করার দায়ে এক গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং কাঁচা আম বিশেষভাবে পাকানোয় এক ফল বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। ২৩ মে আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভা-ারকে ওজন কম দেয়া ও দধি তৈরির লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা জরিমানা, একই অপরাধে মন্ডল মিষ্টান্ন ভা-ারকে পাঁচ হাজার টাকা, গৈলা শ্রী দুর্গা মিষ্টান্ন ভা-ারকে পাঁচ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় গৈলা মডার্ন বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। ২৩ মে বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় বাবুলের মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, নিজামের ইফতার বিক্রির দোকানে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে লাল মিয়ার কসমেটিক্স দোকানে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২৪ মে কলাপাড়া পৌরশহরের কাঁচাবাজারের তিন দোকানিকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ মে বানারীপাড়ার বন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুভাষ ও আ. খালেকের আড়ত থেকে ক্যালসিয়াম কার্বাইড মিশ্রিত ও অপরিপক্ক ৩০ মণ আম জব্দ করে ডোবায় ফেলে দেওয়া হয়। এছাড়া ২২ মে পণ্য মূল্য না টাঙানোর অভিযোগে বন্দর বাজারের মুদি দোকানি শ্যাম সুন্দর পালকে ২ হাজার ও গৌতম বণিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ২৭ মে কাউখালীতে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই’র অনুমোদনপত্র ছাড়া উৎপাদন করায় কাউখালী উত্তর বাজারে আদি নিশি কু-ু মিষ্টান্ন ভা-ারকে দুই হাজার ও নিশি কু-ু মিষ্টান্ন ভা-ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ২৮ মে মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পৃথক আরও একটি অভিযানে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। ৩০ মে বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইসলামিয়া বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। একইদিন নগরীর ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সাগরদী বাজারের মেসার্স তপন ফুড প্রোডাক্টস, মেসার্স রিত্তিকা সাতক্ষীরা মিষ্টান্ন ভা-ার ও মেসার্স শ্রী দুর্গা মিষ্টান্ন ভা-ার। এ ব্যাপারে জানতে চাইলে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ বলেন, পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের মূল্য তালিকা টানিয়ে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াকরণসহ ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে এসকল জরিমানা করা হয়েছে। তবে অপেক্ষাকৃত দুর্বল আইনের কারণে জরিমানার পরিমাণ কম হওয়ায় অসাধু ব্যবসায়ীরা পুনরায় অসৎ কর্মকা-ে জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে আইন আরও কঠোর এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি চলমান অভিযান অব্যাহত রাখার পক্ষেও মতামত ব্যক্ত করেন।
‘বিদেশী সাংবাদিকের উপর হামলা, ১১ রোহিঙ্গা গ্রেপ্তার’
: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ৩ বিদেশী সাংবাদিকের উপর হামলার......বিস্তারিত