কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে টানা সাত মৌসুম, কম তো আর নয়। ফলে কলকাতার দলটির হয়ে কত স্মৃতীই না লেখা আছে সাকিব আল হাসানের হ্রদয়ে। পেশাদারির খোলসে যতই নিজেকে গুটিয়ে রাখুক না কেন সাকিব, একটু হলেও পুরোনো দলের জন্য মনটা তো কাঁদে। কিন্তু আইপিএল এর ফাইনালে খেলতে চাইলে এই সব স্মৃতি ভুলে যেতেই হবে সাকিবকে। কেননা ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর পুরোনো দল কলকাতার বিপক্ষেই নামতে সাকিবের বর্তমান দল সানরাইজার্স হায়দরাবাদকে। আবার অন্যভাবে বলা যায় এই তো সুযোগ কলকাতার বিপক্ষে সাকিবের দেখিয়ে দেওয়ার।
হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। আর জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ২৫ রানে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করে তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানেই গুটিয়ে যায় রাজস্থান।
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত