অনলাইন সংরক্ষণ /// রাজশাহীর চারঘাটে পুলিশের দুই সদস্যকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শিশুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম খাদেমুল ইসলাম (৩২)। তিনি পাবনার চাটমোহর উপজেলার বরদানগর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে। আর আহত কনস্টেবল হলেন বগুড়ার সোনাতলা উপজেলার দাউদকান্দি গ্রামের মোজা প্রামাণিকের ছেলে আবদুল কুদ্দুস (৪২)। তাঁরা দুজনই চারঘাট থানায় কর্মরত ছিলেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশুতলা এলাকায় সড়কে মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই রাতে সেখানে টহলে থাকে পুলিশ। গতকাল রাতেও একদল পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিল। রাত দুইটার দিকে দুটি ট্রাক ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। সামনের ট্রাকটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই দুই পুলিশ সদস্যকে চাপা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে বালুর স্তূপের ওপর উঠে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশ কনস্টেবল খাদেমুল ইসলাম। আর আহত হন আবদুল কুদ্দুস।
ওসি জানান, স্ত্রী আর এক সন্তানকে নিয়ে চারঘাটেই থাকতেন নিহত পুলিশ কনস্টেবল। দুর্ঘটনার পর তাঁর মরদেহ থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর আহত আবদুল কুদ্দুসকে রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যে ট্রাকের নিচে চাপা পড়ে হতাহত হওয়ার এই ঘটনা ঘটেছে, সেটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও তাঁর সহকারীকেও। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান চারঘাট থানার পুলিশের এই কর্মকর্তা।
‘যে শর্তে সালমানকে ছেড়ে দেওয়া হলো’
: ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ভিডিও সরানোর শর্তে ছেড়ে দিয়েছে......বিস্তারিত