অনলাইন সংরক্ষণ /// দায়িত্ব পালনের সময় অস্ত্র খোয়া যাওয়ায় চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার তাঁদের সাময়িক বরখাস্ত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া ৪ পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কুমার পাল, কনস্টেবল সোহেল রানা, আরিফ ও মাসুদ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সোমবার সকালে নারায়ণগঞ্জের সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় দায়িত্ব পালনের তাঁদের একজনের রাইফেল খোয়া যায়। অবশ্য পরে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে ওই অস্ত্রটি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘রাতে ওই এলাকায় নারায়ণগঞ্জ টহল পুলিশ লাইনসে কর্মরত এএসআই সুমন ও কনস্টেবল সোহেল রানাসহ অন্যরা ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে গাড়ি পার্কিং করে তাঁরা ঘুমিয়ে পড়েন। এ সময় কনস্টেবল সোহেল রানার হেফাজতে থাকা চাইনিজ রাইফেলটি খোয়া যায়। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ডোবায় তল্লাশি চালিয়ে রাইফেলটি জব্দ করে।’
ওসি মঞ্জুর কাদের জানান, দায়িত্বপালনে অবহেলার অভিযোগে জেলা পুলিশ সুপার তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করেন।
‘যে শর্তে সালমানকে ছেড়ে দেওয়া হলো’
: ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ভিডিও সরানোর শর্তে ছেড়ে দিয়েছে......বিস্তারিত