অনলাইন সংরক্ষণ /// বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজাকে ‘স্ট্যোন্ড রিলিজ’র একদিনের মাথায় বরখাস্ত করা হয়েছে। সেই সাথে কারাগারে নিরাপত্তায় নিয়োজিত প্রধান কারারক্ষীসহ আটজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
এই বিষয়টি বরিশাল কেন্দ্রীয় করাগারের একটি নির্ভরযোগ্য সূত্রে এ প্রতিবেদককে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিশ্চিত করেছে।
ওই সূত্রটি জানিয়েছে- জেলারের সহযোগিতায় কারাগারের ভেতরে প্রতিনিয়ত মাদক চালান প্রবেশ করত। সেই মাদক বাণিজ্যে জড়িয়ে পড়েছিল কয়েদী ও হাজতিরাও। সাম্প্রতিকালে এই বিষয়টি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এমনকি কারাগার থেকে মাদকসহ একজনকে আটক করা হয়। গত গত ২২ এপ্রিল বরিশাল কারাগার পরির্দশন করেন ডিআইজি (হেড-কোয়াটার) মো. বজলুর রশিদ।
ওই সময় ডিআইজির কাছে কয়েদিরা জেলার বদরুদ্দোজার বিরুদ্ধে নানান অভিযোগ করেন। সেই অভিযোগের ৩ দিনের মাথায় অর্থাৎ ২৫ এপ্রিল জেলারকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে ঢাকা কারা অধিদফতরে সংযুক্তের আদেশ আসে। সেই আদেশের একদিন পরে বৃহস্পতিবার রাতে জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাছাড়া কারাগারের প্রধান কারারক্ষীসহ ৮ জনকে দেশের বিভিন্ন কারাগারে শাস্তিমূলক বদলি করা হয়েছে।’’
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত