অনলাইন সংরক্ষণ |||| বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ব্যাটারী চালিত ১১জন রিক্সা শ্রমীককে রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করেছে। কোতয়ালী মডেল থানা পুলিশ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন,জেলা সদস্য সচিব ও বরিশাল বিসিসি মেয়র প্রাথী ডাঃ মনিষা চক্রবর্তী সহ এপর্যন্ত ১৭জনকে গ্রেপতার করেছে।গ্রেপতার কৃর্তরা হচ্ছেন মোঃ জাহাঙ্গির রাড়ি,মোঃ মাজেদ ছইয়াল,মোঃ আসগর আলি,মোঃ আক্তার হাওলাদার, মোঃ ইউসুফ মাতুব্বর, মোঃ মনির হোসেন ঘড়ামী, মোঃ রিয়াজ দালাল,মোঃ রুহুল আমিন মাঝি,মোঃ সোহেল ব্যাপারী,মোঃ হেলাল খান,মোঃ মিরাজ বলি সহ ১১জনকে আটক করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে বরিশালে ব্যাটারীচালিত রিক্সার লাইসেন্সের দাবীতে রিক্সা শ্রমীক-মালিক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট নগরীর সদররোডে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে তারা নগরীতে বাসন থালা হাতে এক বিক্ষোভ ভূখা মিছিল নিয়ে সিটি কর্পোরেশনে গিয়ে স্বারকলিপি দিয়ে পুনরায় ফিরে আসার পথে নগরীর ফজলুল হক এ্যাভেনিয় সড়কের জেলা জজ আদালত প্রাঙ্গনে রাস্তা যান জট সৃষ্টি করার অভিযোগে বিনা উসকানীতে রিক্সা শ্রমীকদের ভূখা মিছিলে বেধড়ক লাঠি পিঠা করে ছত্রভঙ্গ করে দেয় এঘটনায় রিক্সা শ্রমীকদের ২০ সদস্য আহত সহ হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবী করা করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ইমরান হাবীব রুমন, ডাঃ মনিষা চক্রবর্তী সহ ছয়জনকে গ্রেপতার করেন। পুলিশ শ্রমীক সংঘর্ষের ঘটনায় কোতয়ালী মডের থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন, ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, এস আই নজরুল সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করেন। এঘটনায় কোতয়ালী মডেল থানার এস আই নজরুল ইসলাম বাদী হয়ে ১৯ই এপ্রিল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমাতা আইনে ১৬(২) ধারার আইনে ইমরান হাবীব রুমন,ডাঃ মনিষা চক্রবর্তী সহ ছয়জন নামধারি আসামী সহ আরো অজ্ঞাত নামা ৬৬জনকে আসামী করে দুটি মামলা দায়ের করেন। আজ দুপুরের পর আটক রিক্সা শ্রমিকদের আদালতে হাজির করা হলে আদালত আটককৃর্তদের জেল হাজতে প্রেরন করেন।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত