দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম শক্তিশালী এই রণতরীর খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে প্রবাল সাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে পাওয়া গেলো ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষ। এ ব্যাপারে রবিবার অ্যালনের প্রতিষ্ঠান ভালক্যান জানায়, এ রণতরীতে ৩৫টি যুদ্ধবিমান ছিল, যার মধ্যে ১১টি এখনও রয়েছে। লেক্সিংটন ডুবে গেলে এর নাবিকের দুঃসাহসিক প্রচেষ্টায় সাম্রাজ্যবাদী জাপানি নৌবাহিনির (আইজেএন) যুদ্ধজাহাজ শোকাকু ও জাইকাকুকে একেবারে অচল করে ফেলা হয়েছিল। যার ফলে যুদ্ধে জাপানিদের পরাজয় নিশ্চিত হয়।
জানা যায়, যুদ্ধের সময় কয়েকটি জাপানিজ টর্পেডো ও বোমা আঘাত হানার পর মার্কিন বাহিনীই লেক্সিংটনের তলা ফুটো করে দেয়।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানি বাহিনীর সক্রিয়তা থামাতে প্রবাল সাগরের এই যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়।
‘স্বজনদের হাতে তুলে দেয়া হলো যাদের লাশ’
: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহদের......বিস্তারিত