বকেয়া বেতন-ভাতার দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতীর রবিবার একমাস পূরণ হলো। বিগত দিনের ন্যায় সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দীর্ঘ কর্মবিরতীর ফলে পুরোপুরি অচল হয়ে পড়েছে বিসিসি’র সকাল কার্যক্রম।
আন্দোলনকারী কর্মচারীদের নেতা দিপক লাল মৃধা জানান, সবশেষ মেয়রের সাথে আলোচনায় ৩ মাসের বকেয়া বেতন এবং ৫ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের দাবী জানিয়েছেন। এই দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে।
স্থায়ী কর্মচারীদের ৫ মাসের বেতন ও ২৩ মাসের প্রভিডেন্ট ফান্ড এবং অস্থায়ী কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতী দিয়ে অবস্থান কর্মসূচী পালন করে আসছেন বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা। এনিয়ে একাধিকবার সমঝোতা সভা হলেও কোন সমাধান হয়নি।
বিসিসি’র গড়ে প্রতি মাসে রাজস্ব আদায় হয় প্রায় ৩ কোটি টাকা আর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারীরদের প্রতি মাসে বেতনের জন্য প্রয়োজন আড়াই কোটি টাকা।
‘বাংলাদেশ-আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই’
: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণের অংশ......বিস্তারিত