বরিশালের ডিবিসি চ্যানেলের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন, সমাবেশ করেছে সাংবাদিকরা।
আজ সোমবার ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুরের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, একুশে টিভি’র লিয়াকত আলী বাদল, ডিবিসি’র নাজমুল ইসলাম নিশাত, সময় টিভি’র রতন সরকার, একাত্তর টিভি’র শাহ বায়জিদ আহমেদ, ইত্তেফাকের ওয়াদুদ আলী, নয়া দিগন্তের সরকার মাজহারুল মান্নান, চ্যানেল নাইনের রফিকুল ইসলাম রফিক, জাগো নিউজের জিতু কবীর, রংপুর চিত্রের সাইফুল ইসলাম, এশিয়ান টিভি’র বাদশা ওসমানী, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন আশিকুর রহমান আশিক, চ্যানেল আই’র ক্যামেরাপার্সন এহসানুল হক সুমনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ঝুঁকি নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের অপরাধ, সমস্যা-সম্ভাবনা তুলে ধরছে। সাংবাদিকরা সন্ত্রাসী হামলার পাশাপাশি হত্যার শিকার হচ্ছে। তাদের ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে। জনগণের নিরাপত্তা প্রদানকারী পুলিশ বাহিনীর কিছু সদস্য নিরাপরাধ সাংবাদিকের ওপর হামলা করে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন করেছে। তাদের শুধু ক্লোজড নয়, চাকরিচ্যুতির মত শাস্তি প্রদান করে দেশে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তারা।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত