স্টাফ রিপোর্টার ॥ নগরীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় চরেরবাড়ির সামসুল হকসহ ৬ জন জ্ঞাত ও অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন এক গৃহবধূ। গতকাল বুধবার সকালে মোকাম বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন চাঁদমারী এলাকার মুকুল বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতে মামলা সূত্রে জানা গেছে, চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীরা গত কয়েকমাস যাবত বাদী মুকুল বেগমের কাছে বিল্ডিং নির্মাণকালে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৯ মার্চ সকাল ১১টায় বাদী মুকুল বেগম রিক্সায় করে বিআইপির পিছনের গেটে বাড়ি নির্মাণের স্থানে যাচ্ছিলেন। এসময় সামসুলের নেতৃত্বে আসামি আলেকান্দার মৃধা বাড়ির মো: মৌজে আলী খান, বরিশাল মেডিকেলের ব্রাদার সুলতান মাহমুদ, বেল্লাল আকন, সাহেদুল আলম ইউনুচ, সৈয়দ ফাহাদসহ ৮/১০জন বরিশাল শিল্পকলা একাডেমির সামনে বাদী মুকুল বেগমের রিক্সা গতি রোধ করেন। এসময় সন্ত্রাসীরা অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন তাকে। একইসাথে বাদীর শ্লীলতাহানি ঘটান। এরপর স্বামী আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। এরপরও বাদীর পরিবারকে অব্যাহত হত্যার হুমকি দিতে থাকেন আসামিরা। এ ঘটনায় বুধবার বাদী ওই সকল আসামিদের বিরুদ্ধে মোকাম বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চাঁদাবাজি মামলাটি করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত