ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন ও অর্জুনপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়ার সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা এক মেয়ের সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই নির্যাতিতা নাবালিকার অভিযোগ, ২০১৫ সালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সৌম্যজিত ঘোষের সঙ্গে আলাপ-পরিচিয় হয় তার। ওই নির্যাতিতা নাবালিকা নিজেও একজন টেবিল টেনিস খেলোয়ার। বিয়েও ঠিক হয়ে যায় তাদের।
নির্যাতিতা এও অভিযোগ করেন, সৌম্যজিত তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এই শারীরিক সম্পর্কের পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
কিন্তু এরপরের ঘটনা আরো ভয়ংকর, আরো চাঞ্চল্যকর ও নির্মম।
ওই নাবালিকার দাবি, বাঘাযতীনের ফ্ল্যাটে ওষুধ খাইয়ে অজ্ঞান করে এরপর তাকে গর্ভপাত করানো হয়। এই ভয়ংকর ও নির্মম ঘটনার পরপর শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী ওই নাবালিকা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সৌম্যজিত ওই নাবালিকার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এরপর একটা পর্যায় ফোন ধরাও বন্ধ করে দেন সৌম্যজিত। পরে কথা হলে ওই নাবালিকার সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি।
তারপর এই পুরো ঘটনাটির কথা জানিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই নাবলিকা।
জাতীয় চ্যাম্পিয়ন ও অর্জুনপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়ার সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, ষড়যন্ত্র ও নাবালিকার গর্ভপাতের অভিযোগে মামলা রুজু করেছে বারাসত থানা পুলিশ। নির্যাতিতার বয়স ১৮’র কম হওয়ায় পকসো ধারা বলবত হয়েছে।
এ ঘটনায় যদিও সৌম্যজিতের দাবি করেন, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত