ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দেড় কেজি গাঁজাসহ রফিকুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বিনয়কাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরে রফিকুল হাসানকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। আদালতের বিচারক এইচ এম কবির হোসেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঝালকাঠি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ রফিকুল হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের ভেতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। রফিকুল হাসান বিনয়কাঠি গ্রামের মো. জয়নাল আবেদন মল্লিকের ছেলে।
‘৫০ হাজার টাকা পেল রাজীবের দুই ভাই’
: অনলাইন সংরক্ষণ ।।। দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে নিহত......বিস্তারিত