ঝালকাঠি প্রতিনিধি ॥ ভুয়া আমমোক্তারনামা সৃষ্টি করে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজাপুরের ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুর রহমান পনির ও সোহরাব হোসেনকে ২ বছর করে কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- এবং ৬ মাস করে কারাদ-প্রাপ্তরা হলেন- আবুল হোসেন বাবুল, খলিলুর রহমান, মাহবুব হোসেন, শাহ-আলম, নার্গিস আক্তার, মেরিনা বেগম ও পারভীন আক্তার। রায় ঘোষণার সময় মাহবুব হোসেন ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা সকলে রাজাপুর উপজেলা সদরের গোরস্থান রোডের বাসিন্দা। আসামিরা ২০১৪ সালে একটি ভুয়া আমমোক্তারনামা সৃষ্টি করে মামলার বাদী মুজিবুর রহমানের ৩ শতাংশ জমি আত্মসাতের চেষ্টা করেন। এ ব্যাপারে বাদী ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত রাজাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। ওসির পক্ষে এসআই আরিফুর রহমান তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় উল্লিখিত ৯ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত সকল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
‘সিসি ক্যামেরায় চকবাজারের আগুনের সেই মুহূর্ত (ভিডিও)’
: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ক্লোজড সার্কিড (সিসি) ক্যামেরায়......বিস্তারিত