অনলাইন ডেস্ক: কাজ করার পর টাকা না দেওয়ার অভিযোগে শিল্পপতি নীরব মোদির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ইকোনোমিক টাইমস সূত্রে জানা যায়, নীরব মোদির গয়না সংস্থা গ্লোবাল ব্র্যান্ড’র অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন প্রিয়াঙ্কা। একটি বিজ্ঞাপনে কাজ করলেও চুক্তি মতো পারিশ্রমিক এ অভিনেত্রী পাননি বলে অভিযোগ।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানান, এটা অন্যায়। এতদিন হয়ে যাওয়ার পরও প্রিয়াঙ্কা তার পারিশ্রমিক পায়নি। বিষয়টি নিয়ে আমরা আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছি। প্রিয়াঙ্কা নিজেও বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। কারণ এ ধরনের ঘটনা তার সঙ্গে ঘটেনি বললেই চলে। প্রিয়াঙ্কা যে পরিমাণ ব্যস্ত থাকে তাতে এ বিষয়টি নিয়ে সরাসরি কথা বলারও সময় নেই তার। সুতরাং, আমরা আইনজীবীর মাধ্যমেই বাকি সব ব্যবস্থা গ্রহণ করবো।
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত