ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ৬ নম্বর ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রমিক লীগকর্মী মো. আবু ছায়েদ (৪৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আজ শুক্রবার সকাল ৮টায় ভোলা সদর হাসপাতালের একটু পেছনে নবীপুর ৯ নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত ডোবার পাশে তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভোলা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ধনিয়ার বাসিন্দা আবু ছায়েদ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। থানায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। ময়নতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহতের নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসামিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আবু ছায়েদ স্থানীয় তুলাতুলি বাজারে আওয়ামী লীগ অফিসে সারা দিন খবর দেখেন। বিকেল ৪টার দিকে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর সারা রাত বাসায় ফেরেননি। রাত থেকে ফোন করা হলেও সকালে পুলিশের সহায়তায় জনসাধারণ তাকে উদ্ধার করে।’
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত