পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে মুঠোফোনে প্রশ্নপত্রসহ তিন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নেছারাবাদ ছারছীনা দারুল সুন্নাত আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ছারছীনা দারুল সুন্নাত আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখতে পান তিন শিক্ষক দাখিল গণিত প্রশ্নপত্র মুঠোফোনে ছবি তুলে প্রশ্নের উত্তর তৈরি করছেন। এ সময় তিনি উপজেলার আউরিয়া ইসলামিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক ও মাসুম বিল্লাহ, মাহামুদকাঠি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ করিমকে আটক করেন। এ সময় এনামুল হকের মুটোফোনে প্রশ্নপত্র পান। প্রশ্নপত্র পাওয়ায় তিন শিক্ষককে আটক করে নেছারাবাদ থানায় সোপর্দ করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাত পৌনে আটটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
‘সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’
: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই......বিস্তারিত