স্টাফ রিপোর্টার ॥ ‘ধূমপান ও তামাককে না বলি, সুস্থ সমাজ গড়ি’ এই সেøাগানে বরিশালে অনুষ্ঠিত হয়েছে রাঙা ফাল্গুনে ভালোবাসার বসন্ত। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি আডেশাস্ এর আয়োজনে নগরীর সিটি কলেজ মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল নাচ, গান, কমেডি শো, ম্যাজিক, ব্যান্ড শো ও আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘মাদক সমাজের জন্য হুমকি। তাই মাদককে পরিহার করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। যেখানে যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’ দি আডেশাস্ সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক ও সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটার সভাপতি নজরুল ইসলাম চুন্নু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল হোসেন, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাংলাদেশ তামাক বিরোধী জোট কেন্দ্রীয় কমিটির সদস্য এনায়েত হোসেন শিবলু, মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধূমপান সর্বাধিক প্রচলিত মারাত্মক একটি নেশা। অনেকের কাছে এটি একটি ফ্যাশন হিসেবেও গণ্য। ধূমপানই যে স্বাস্থ্যের পে মারাত্মক হুমকিস্বরূপ একথা সবার জানার পরও আমরা ধূমপান করে থাকি। শুধু তাই নয়, একজন ধূমপায়ী অন্য ব্যক্তিকেও স্বাস্থ্যগত েেত্র কোনো না কোনোভাবে পরোক্ষ ক্ষতি সাধন করে থাকে। তাই সবাইকে ধূমপান থেকে বিরত থাকা উচিত।’
‘বাংলাদেশ-আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই’
: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণের অংশ......বিস্তারিত