ঝালকাঠি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানান।কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে পুলিশ এসে কর্মসূচিস্থল ঘিরে রাখে। পুলিশের বেষ্টনীর মধ্যেই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
‘সিসি ক্যামেরায় চকবাজারের আগুনের সেই মুহূর্ত (ভিডিও)’
: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ক্লোজড সার্কিড (সিসি) ক্যামেরায়......বিস্তারিত