ঝালকাঠি প্রতিনিধি: গভীর শ্রদ্ধায় ঝালকাঠিতে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে শহীদদের প্রতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।
জেলা আওয়ামী লীগ ও প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শহীদ বেদিতে।
এদিকে, আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শপথ নেওয়া হয় দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার। সকালে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত