তবে অভিযোগ মানতে নারাজ শিল্পীরা। তাদের দাবি, শৈল্পিক কলাকৌশল প্রকাশের জন্য এক নগ্ন নারীর শরীরের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। যাদের গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই। রয়েছে শুধু বডি পেন্ট। দেশাত্মবোধক ছবি আঁকা পুরো শরীরে জুড়ে। আর এমন আপত্তিকর অবস্থায় ছবি তোলার জন্য এই নারীরা চার্জ করছেন ১০ ডলার করে। প্রতিবছর যেন সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্যাপারটা বুঝিয়ে বলা যাক। ধরা যাক, নিউইয়র্কে কেউ বেড়াতে এসেছেন। কোথাও বেড়াতে গেলে পর্যটকেরা কী করেন, না সাধারণত সে দেশের জনপ্রিয় কোন মনুমেন্টের ছবি তোলেন না কোন মেমেন্টো সঙ্গে করে নিয়ে আসেন। টাইমস স্কোয়্যারের বৈশিষ্ট এই নগ্ন বডি পেইন্টেড মহিলারা। অনেক পর্যটক এই নগ্ন মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য পয়সা খরচ করেন।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত