স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম আকনকে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর পোর্ট রোডে তার ওপর হামলা চালানো হয়। আহত সালামকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত এবং ডান পায়ে গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সালাম আকনের ছেলে আরিফ হোসেন জানান, গতকাল রোববার সকালে তার পিতা (সালাম) ব্যক্তিগত কাজে নগরীর পোর্ট রোড যান। এ সময় ৪ জন দুর্বৃত্তরা আকস্মিক ধারালো অস্ত্র দিয়ে সালামকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আরিফ আকন বলেন, হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সালাম আকনের পরিবার থেকে গতকাল বিকাল পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত