বার্তা ডেস্ক ॥ পুঁজি তো ২১৬ রানই! কিন্তু দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে মাঝারি সেই স্কোরকেই জিম্বাবুয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল বাংলাদেশ। আরেকটি বড় জয়ে অটুট আত্মবিশ্বাস। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে বাংলাদেশ পেল টানা তৃতীয় জয়। তিন ম্যাচেই জয় বোনাস পয়েন্টসহ! মিরপুরে গতকাল বাংলাদেশের ২১৬ রান তাড়ায় জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১২৫ রানেই। এই জয় নিয়ে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক হয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশারের ২৯ জয় ছাড়িয়ে অধিনায়ক মাশরাফির জয় ৩০টি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে রান রেটের হিসেবে ফাইনালে ওঠার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। গতকাল উইকেট খুব সহজ ছিল না। কিন্তু স্কোর বড় না হওয়ার বড় কারণ ব্যাটসম্যানদের উইকেট ছুঁড়ে আসাই। এক পর্যায়ে বাংলাদেশ ছুটছিল আরও বড় স্কোরের পথে। রান ছিল ২ উইকেটে ১৪৭। সেখান ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে পথ হারায় দল। তখন দুইশ হওয়া নিয়েই টানাটানি। লোয়ার অর্ডারদের সৌজন্যে শেষ দিকে কিছুটা বেড়েছে রান। টানা তৃতীয় পঞ্চাশের পথে তামিম অর্জন করেন দারুণ দুটি মাইলফলক। গড়েছেন এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রান। আবারও নতুন বলে অসাধারণ বোলিং করলেন মাশরাফি। যথারীতি দুর্বোধ্য সাকিবের বাঁহাতি স্পিন। বাংলাদেশের অধিনায়ক ও সহ-অধিনায়কের প্রথম স্পেলেই জিম্বাবুয়ে অনকটা শেষ। দুজনই নেন দুটি করে উইকেট। জিম্বাবুয়ে ৪ উইকেট হারায় ৩৪ রানে। মাঝের ওভারগুলোতে দারুণ বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৮ রানে ২ উইকেট নেন সানজামুল ইসলাম। মুস্তাফিজ ঝুলিতে ভরেছেন দুটি উইকেট। বাংলাদেশের হ্যাটট্রিক জয়। সাকিবও হতে পারতেন হ্যাটট্রিক ম্যাচ সেরা। তবে টানা দুই ম্যাচ সাকিব পেয়েছেন বলেই কি না, এদিন ম্যাচ সেরার পুরস্কার উঠল তামিমের হাতে।
সংপ্তি স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২১৬/৯ (তামিম ৭৬, এনামুল ১, সাকিব ৫১, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৬, নাসির ২, মাশরাফি ০, সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮*, রুবেল ৮*; জার্ভিস ৩/৪২, চাতারা ১/৩৩, মুজারাবানি ০/৩৬, রাজা ১/৩৯, ক্রিমার ৪/৩২, ওয়ালার ০/৩২)।
জিম্বাবুয়ে: ৩৬.৩ ওভারে ১২৫ (মাসাকাদজা ৫, মিরে ৭, আরভিন ১১, টেইলর ০, রাজা ৩৯, মুর ১৪, ওয়ালার ০, ক্রিমার ২৩, জার্ভিস ১০, চাতারা ৮, মুজারাবানি ০*; সাকিব ৩/৩৪, মাশরাফি ২/২৯, সানজামুল ২/২৮, মুস্তাফিজ ১/১৬, রুবেল ১/১৮)।
ফল: বাংলাদেশ ৯১ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল।
‘পরকীয়ার টানে ঘর ছাড়েন নিপা, নিখোঁজ ৪ জনকে উদ্ধার’
: নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের নিখোঁজ পাঁচ সদস্যের মধ্যে চারজনকে উদ্ধার......বিস্তারিত