বানারীপাড়া প্রতিনিধি ॥ ১৭ দিনের মাথায় আবারও বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের কুন্দিহার নামক স্থানে মঙ্গলবার রাত ৮ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা ও উপজেলার জম্বদ্বীপ থেকে ইট বোঝাই ট্রলি বরিশালের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ যাত্রী ও মাহিন্দ্রার চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা গ্রামের নিতাই মিস্ত্রীর স্ত্রী টুম্পার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মাহিন্দ্রার ড্রাইভারকে বানারীপাড়ায় না এনে তাকে বরিশাল শেবাচিমে নেয়া হয়েছে বলে শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান। এদিকে জানা গেছে, মাহিন্দ্রার বরিশাল থেকে উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর পর্যন্ত চলাচলের রুট পারমিট থাকলেও অবৈধভাবে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় অবাধে চলাচল করছে। অপরদিকে হাই কোর্ট থেকে সড়ক ও মহা সড়কে অবৈধ যান্ত্রিকযান চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও সেগুলো কিভাবে চলছে এনিয়েও প্রশ্ন উঠেছে সচেতন মহল থেকে। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। ইট বোঝাই অবৈধ ট্রলিটিকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, মাত্র ১৭ দিন পূর্বে বানারীপাড়ার রায়েরহাট ও মলঙ্গা ব্রিজের মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক শিশু গুরুতর আহত এবং দুই নারী যাত্রী ও মাহিন্দ্রার চালক নিহত হয়েছিলেন।
‘কবি আল মাহমুদকে শেষ শ্রদ্ধা’
: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল......বিস্তারিত