বরগুনা প্রতিনিধি ॥ প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিন পেয়েছেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ওই শিক্ষককে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম মাহমুদুর রহমানের আদালত তাকে জামিন দেন। মামলা সূত্রে জানা গেছে , গত ১০ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার ২৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা শুরু হয়। ৯ ডিসেম্বর সদর উপজেলা শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র বিলি করা হয়। ১১ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশাসন জানতে পারে, চতুর্থ শ্রেণির ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মো: মোখলেছুর রহমান তাৎক্ষণিক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও ইউআরসির ইনস্ট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডলের সমন্বয়ে কমিটি গঠন করে দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা আগে বিলি করা প্রশ্নপত্রের প্যাকেট ১৩ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে শিক্ষকদের নির্দেশ দেন। সকল শিক্ষক সিলগালা করা অক্ষত অবস্থায় প্যাকেট জমা দিলেও গোলাম সরোয়ারের প্যাকেট অক্ষত ছিলো না। এ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন বাদী হয়ে ১৩ ডিসেম্বর পাবলিক পরীক্ষা আইনে মামলা করেন। জামিনে মুক্ত শিক্ষক গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। আমাকে যেভাবে প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হয়েছে , আমি সেভাবেই জমা দিয়েছি।’
‘বৃদ্ধাকে ধর্ষণ, আদালতে দুজনের স্বীকারোক্তি’
: রাজশাহী নগরীতে স্বামীকে বেঁধে রেখে ষাটোর্ধ্ব এক নারীকে ধর্ষণের মামলায়......বিস্তারিত