ঝালকাঠি প্রতিনিধি: পাথরভর্তি একটি ট্রাক দেবে পাইপ ভেঙে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে ঝালকাঠি পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি না থাকায় ভোগান্তিতে পড়েছে শহরের ছয় হাজার গ্রাহক।
ঘুম থেকে উঠেই পানির জন্য হাহাকার শুরু হয়েছে পৌরবাসীর।
ঝালকাঠি পৌরসভার পানি শাখার কর্মকর্তারা জানান, গতরাতে সড়কের পাশে ইন্টারনেট সংযোগের কাজের জন্য শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাটি খোড়া হয়। আজ বৃহস্পতিবার সকালে একটি পাথরভর্তি ট্রাক সেখানে দেবে আটকে যায়। ট্রাকের চাপে মাটির নিচে থাকা পৌরসভার পানি সরবরাহ পাইপ ভেঙে যায়। সকাল থেকে ভাঙা পাইপ দিয়ে পানি বের হতে থাকে। একপর্যায়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিকভাবে সংযোগ নেওয়া পানির ছয় হাজার গ্রাহক।
গ্রাহকরা জানায়, সকালে ঘুম থেকে উঠেই পানির সংযোগ বন্ধ পাওয়া গেছে। এতে বাসাবাড়ির দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
এ ছাড়া হোটেল-রেস্তোঁরাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও পানি না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। শহরের বাসিন্দাদের নদী থেকে পানি এনে দৈনন্দিন কাজ করতে দেখা গেছে।
অন্যদিকে, শহরের ফায়ার সার্ভিস সড়কে ট্রাকটি আটকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকেই সড়কের দুই পাশে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভেঙে যাওয়া পাইপ সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছেন পৌরসভার পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলী কামরুল হাসান।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত